২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মাদকে ধ্বংসের দ্বারপ্রান্তে তরুণ প্রজন্ম : চরমোনাই পীর

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:০৯ পূর্বাহ্ণ, ২৫ এপ্রিল ২০১৮

মাদক তরুণ প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। তিনি বলেন, দেশের মানুষ শান্তিতে নেই।

মানুষ অস্থিরতার মধ্যে বসবাস করছে। মানুষের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে।   দেশের মানুষ মুক্তি চায়, মানুষ পরিবর্তন চায়। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে পীর চরমোনাই আরও বলেন, খুন খারাবি মারাত্মক আকার ধারণ করছে। মানুষ  নৈতিকতা হারিয়ে পশুত্ব বরণ করছে। ফলে প্রেমের কারণে প্রেমিকা দিয়ে জন্মদাতা পিতাকে খুন করাতে দ্বিধা করছে না।

নারী ও শিশু ধর্ষণ আশঙ্কাজনকভাবে বেড়েছে। মাদকের সয়লাব, এখন চায়ের দোকানেও মাদক পাওয়া যায়। তিনি বলেন, নৈতিকতা বিবর্জিত জাতিকে বাঁচাতে হলে ইসলামের সুমহান শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং ইসলামের অনুশাসন মেনে চলতে হবে।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন