২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

যৌতুক না পেয়ে স্ত্রীকে খুন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:১৭ অপরাহ্ণ, ১৮ জুন ২০১৭

ভোলার লালমোহন উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে লিমা আক্তার (২২) নামে এক গৃহবধূকে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে উপজেলার কালমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরছকিনা গ্রাম থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় লিমার লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে এটা যে পরিকল্পিত খুন তা পুলিশ নিশ্চিত হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানিয়েছে- দেড় বছর আগে কালমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরছকিনা গ্রামের হত-দরিদ্র মফিজল ইসলামের মেয়ে লিমার সঙ্গে একই এলাকার কামালের ছেলে শাহীনের বিয়ে হয়। বিয়ের পর থেকে শাহীন যৌতুকের জন্য নানাভাবে লিমাকে নির্যাতন চালতেন বলে জানান লিমার পরিবার। স্থানীয়রা জানান, শনিবার (১৭ জুন) রাতে এক সন্তানের জননী লিমার সঙ্গে তার স্বামী শাহীনের কথা কাটাকাটি হয়।

সকাল ৯টার দিকে লিমার বড় বোন সীমা এসে ঘরের ভেতর লিমাকে গলায় ওড়না পেচানো অবস্থায় দেখে চিৎকার দিলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ এসে লিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত লিমার মা শিরিন বেগম জানান, লিমাকে তার স্বামী শাহীন যৌতুকের জন্য খুন করে পালিয়েছেন। তিনি এর বিচার চান।

সংশ্লিষ্ট লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বরিশালটাইমসকে জানান, এই ঘটনায় নিহত লিমার বড় বোন সীমা বাদী হয়ে লালমোহন থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্বামীসহ চারজনকে আসামি করা হয়েছে।”

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন