২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

রমজানে মার্কিন বন্দিদের শূকরের মাংস না দেয়ার নির্দেশ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:৪৫ অপরাহ্ণ, ২৬ মে ২০১৮

রমজান মাসে মুসলমান বন্দিদেরকে শুকরের মাংস দিতে নিষেধ করেছেন মার্কিন জজ। মুসলিম-আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে লড়াইরত স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাউন্সিল অন আমেরিকান মুসলিম রিলেশন্স’ তথা কেয়ারের পক্ষ থেকে সম্প্রতি এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।

আলাস্কা অঙ্গরাজ্যের সকল কারা কর্তৃপক্ষের জন্যে সেখানকার জজ শুক্রবারই এ নির্দেশ দিয়েছেন। এর ৩ দিন আগে কেয়ারের পক্ষ থেকে ওই আদালতে আবেদন জানানো হয়েছিল শূকরের মাংস মুসলিম বন্দিদের মধ্যে সরবরাহ না করতে। আলাস্কার এঙ্করেজ কারেকশনাল কমপ্লেক্সে মূলত: শূকরের মাংস এবং শূকরের চর্বি দিয়ে রান্না করা খাবার দেয়া হয় বন্দিদের মধ্যে। সেখানকার কয়েকজন মুসলমান রোজা পালন করছেন। তারা কারা কতৃপক্ষের নিকট হালাল খাদ্য প্রদানের দাবি করে কোন সাড়া না পাওয়ায় কেয়ার এই মামলা করতে বাধ্য হয়। কেয়ারের ন্যাশনাল লিটিগেশন ডাইরেক্টর লিনা মাশ্রি জানান, এখন থেকে মুসলমান বন্দিরা শূকরের মাংস ক্ষেতে বাধ্য হবেন না। বিশেষ করে রমজান মাসে তাদেরকে হালাল খাদ্যই দিতে হবে।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন