২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

রাজাপুরের ৬ ইউনিয়নেই আ’লীগের প্রার্থী নির্বাচত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:২১ অপরাহ্ণ, ২২ মার্চ ২০১৬

রাজাপুর: ঝালকাঠির রাজাপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম দফায় অনুষ্ঠিত মঙ্গলবারের নির্বাচনে উপজেলার ৬ ইউনিয়নেই আ’লীগের মনোনিত প্রার্থীরা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলার ১ নং সাতুরিয়া ইউনিয়নে আ’লীগের মনোনিত প্রার্থী সিদ্দিকুর রহমান, ২ নং শুক্তাগড় ইউনিয়নে আ’লীগের মনোনিত প্রার্থী মুজিবুল হক মৃধা, ৩ নং রাজাপুর ইউনিয়নে আ’লীগের মনোনিত প্রার্থী আনোয়ার হোসেন মজিবর মৃধা, ৪ নং ইউনিয়নে আ’লীগের মনোনিত প্রার্থী মুজিবুল হক কামাল, ৫ নং বড়ইয়া ইউনিয়নে আ’লীগের মনোনিত প্রার্থী শাহ আলম মন্টু ও ৬ নং মঠবাড়ি ইউনিয়নে আ’লীগের মনোনিত প্রার্থী মোস্তফা কামাল সিকদার বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ ফলাফল জানা গেছে। মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। যদিও দুপুরের আগেই ক্ষমতাসীন দলের প্রার্থীদের বিরুদ্ধে প্রভাববিস্তার, কারচুপি, জাল ভোট দেয়া, এজেন্ট বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ এনে ৬ ইউনিয়নের মধ্যে গালুয়া, শুক্তাগড়, রাজাপুর ও সাতুরিয়ার ৪ ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন।

 

এ উপজেলার ৬ ইউনিয়নে মোট ভোটর সংখ্যা ৯৩ হাজার ৬৪৮ জন। এদের মধ্যে পুরুষ ৪৬ হাজার ৫শ’ ২৮ ও নারী ৪৭ হাজার ৪শ’ ২০ জন।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন