২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে ববিতে মানববন্ধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:১৫ অপরাহ্ণ, ২৭ এপ্রিল ২০১৬

বরিশাল: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস কর্ণকাঠীতে মানববন্ধন পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় ববি’র শিক্ষক সমিতির আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ববি’র শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন। এসময় তিনি বলেন,  একজন নিরীহ, সংস্কৃতির চর্চা করা প্রগতিশীল শিক্ষক যিনি নিজ মনে তারা কর্মকান্ড করে যেতেন, তাকে নৃসংশভাবে হত্যা করা কোন ভাবেই মেনে নেয়া যায়না। জঙ্গীবাদের নাম করে একর পর এক হত্যাকান্ড আমাদের বিষিয়ে তুলছে। এই হত্যাকান্ডে দায়ীদের দ্রত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করার দাবী করেন তিনি।

এই মানবন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন ববি’র শিক্ষক সমিতির সহ-সভাপতি জোর্তিময় বিশ্বাস, সাধারণ সম্পাদক  মো. শাখাওয়াত হোসেন, ভারপ্রাপ্ত প্রোক্টর মো. শফিউল আলমসহ প্রমূখ।

এই মানবন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।’

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন