২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শবে মেরাজের শিরনি দিতে গিয়ে খুন!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:২৩ অপরাহ্ণ, ১৫ এপ্রিল ২০১৮

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মসজিদে শবে মেরাজ উপলক্ষে শিরনি বিতরণকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় হেলাল মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত হেলাল ওই গ্রামের মৃত ছনাই মিয়ার ছেলে।

নিহতের ভাই ফয়সল মিয়া জানান, শবে মেরাজ উপলক্ষে স্থানীয় মসজিদে মিলাদের শিরনি বিতরণকে কেন্দ্র করে ওই গ্রামের কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয় হেলাল মিয়ার। পরে মসজিদ থেকে বের হলে ১০-১২ জন হেলালের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তাদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্র ফিকলের একটি আঘাত লাগে হেলালের বুকে।

পরে স্থানীয়রা হেলালকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিঠুন রায় তাকে মৃত ঘোষণা করেন।

মিঠুন রায় জানান, শরীরে একটি আঘাতের চিহ্ন রয়েছে। ফিকলের আঘাতটা নিহতের হৃদযন্ত্রে লেগে থাকতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন