১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করেছে সরকার: ঝালকাঠিতে শিল্পমন্ত্রী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:০১ অপরাহ্ণ, ০২ মার্চ ২০১৮

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন- আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করেছে। শিক্ষাপ্রতিষ্ঠাগুলোতে প্রযুক্তির মাধ্যমে চালু করেছে ডিজিটাল শিক্ষা কার্যক্রম। শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক করতে সরকারের পরিকল্পনা রয়েছে। খুব শিগগিরই সেই পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার। শুক্রবার বিকালে ঝালকাঠি সুগন্ধা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন- শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন সাধন করেছে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে এ সরকারের অবদান অনিস্বীকার্য। কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণ করে আধুনিক বাংলাদেশ হিসাবে বিশ্বের মানচিত্রে মর্যাদা বৃদ্ধি করেছে বর্তমান সরকার।

বিদ্যালয়ের সভাপতি শারমীন মৌসুমি কেকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মো. শাহ আলম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির প্রমুখ।’

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. জোবায়দুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির, সাবেক কমিশনার রুস্তুম আলী চাষী, সাবেক কমিশনার মো. আলমগীর হোসেন ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।’’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন