১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

সকল নির্বাচন অফিসে হেল্প ডেস্ক চালুর চিন্তা আছে : পটুয়াখালীতে সিইসি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, ০৮ জুন ২০১৮

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, সাধারণ মানুষের হয়রানি বন্ধে সারা দেশে র্নিবাচন অফিসগুলোতে হেল্প ডেস্ক চালুর চিন্তা আছে নির্বাচন কমিশনের।

শুক্রবার (০৮ জুন) সকাল ১১টায় দশমিনা উপজেলা নির্বাচন অফিস পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। নুরুল হুদা বলেন, নির্বাচন অফিসগুলোকে দুর্নীতিমুক্ত রেখে সাধারণ মানুষকে সর্বোচ্চ সেবা দিতে হবে। আগামী নির্বাচন সকল দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঈদুল ফিতরের পরপরই দশমিনা-গলাচিপায় সংশ্লিষ্টদের স্মার্ট কার্ড বিতরণের নির্দেশ দেন সিইসি।

এ সময় উপস্থিত ছিলেন র্নিবাচন কমিশনের ডিজি মোস্তফা ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রশীদ, সহকারী পুলিশ সুপার হাফিজুর রহমান, দশমিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট শাখাওয়াত হোসেন শওকত, উপজেলা নির্বাহী অফিসার সুভ্রা দাস, বাউফলের উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে, জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা, উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান ডা. শামসুন্নাহার খান ডলি, উপজেলা র্নিবাচন অফিসার গিয়াস উদ্দিন, দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন কৃষ্ণ রায় চৌধূরী, দশমিনা সদর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটন ও বহরমপুরের ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা প্রমুখ।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন