২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

সেই গর্ভবতী গাভীটির মৃত্যুদণ্ড হচ্ছে না

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, ১৪ জুন ২০১৮

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইন অমান্য করে সীমান্ত অতিক্রম করায় গর্ভবতী গাভী পেনকাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত তা থেকে অব্যাহতি দেয়া হয়েছে গাভিটিকে।

এর আগে গাভীটি সীমান্ত অতিক্রম করে সার্বিয়ায় ঢুকে পড়ে। ফলে আইন অনুযায়ী পেনকা নামের পাঁচ বছর বয়সের গাভীটির মৃত্যুদণ্ড কার্যকরের দাবি করেছিলেন কর্মকর্তারা।

এদিকে পশুটির মৃত্যুদণ্ডাদেশ হওয়ার পর তার প্রতিবাদ শুরু করে পশু অধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলো। এছাড়া গাভীটি রক্ষার জন্য গণসমর্থনের আয়োজন করে একটি অনলাইন পিটিশন দায়ের করে। পরে সার্বিয়া থেকে ফেরত পাঠানো হয় গাভিটিকে।

গাভিটির বিরুদ্ধে অভিযোগ ছিল বুলগেরিয়ার কোপিলোভৎস গ্রামের কাছে সে দলছুট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বহির্ভূত দেশ সার্বিয়ায় চলে যায়।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন