২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী স্কুল অব আর্টে দাউ দাউ আগুন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৩৮ অপরাহ্ণ, ১৬ জুন ২০১৮

স্কটল্যান্ডের গ্লাসগো স্কুল অব আর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত চার বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো এ ঘটনার শিকার হলো স্কুলটি। শনিবার সকালে স্কুলের ম্যাকিনটোশ ভবনে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। সেই আগুন দেখতে দেখতে লাগোয়া ভবনসহ একটি নাইটক্লাবেও ছড়িয়ে যায়।

১২০ জনের বেশি অগ্নিনির্বাপককর্মী আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়েন। আগুন ধরার পর স্বয়ংক্রিয় সতর্ক সংকেত বেজে ওঠে স্থানীয় সময় ১১টা ২০ মিনিটের দিকে। এসব তথ্য জানায় স্কটিশ ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস।

স্কটিশ ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের ডেপুটি চিফ অফিসার আইয়ান বুশেল বলেন, এটা দারুণ ঝুঁকিপূর্ণ এবং জটিল পরিস্থিতি ছিল। চার ঘণ্টা আগেও তিনি জানিয়েছেন যে, আগুন নেভাতে দারুণ বেগ পেতে হবে। তবে এখন পর্যন্ত কেউ আহত বা নিহত হয়েছেন কিনা তা জানা যায়নি।

ম্যাকিনটোশ ভবনটির ডিজাইন করেছেন বিখ্যাত স্থপতি চার্লস রেনি ম্যাকিনটোশ। ২০১৪ সালে আরেক অগ্নিকাণ্ডে ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তখন থেকেই এই ভবনের সম্প্রসারণসহ মেরামতের কিছু কাজ চলছিল। আগামী বছর খুলে দেয়া হতো এটি।

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন তার টুইটবার্তায় বলেন, সবাই নিরাপদে আছেন। কিন্তু গ্লাসগোর স্কুল অব আর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় আমার হৃদয় ভেঙে গেছে।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন