১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

স্বামীকে রক্তাক্ত করে অভিমানি স্ত্রীর আত্মহত্যা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:২২ অপরাহ্ণ, ৩০ মার্চ ২০১৭

বরগুনার তালতলী উপজেলায় স্বামী জসিম উদ্দিনকে স-মিল থেকে কাটানো গাছের চেরা দিয়ে পিটিয়ে আহত করে নিজের গলায় কাপড় বেঁধে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে আত্মহত্যা করেছে এক সন্তানের জননী তাজেনুর বেগম (২৬)। বুধবার সন্ধায় উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় আমখোলা গ্রামে এ ঘটনা ঘটে।’

উপজেলার নিশানবাড়িয়া  ইউনিয়নের বড় আমখোলা গ্রামের অটোরিকশা চালক জসিম উদ্দিন বুধবার বিকেল ৩টার সময় তার অটোরিকশাটি বাসার সামনের উঠানে  রেখে মেরামত করছিল। এ সময় স্বামী স্ত্রীর মধ্যে  পারিবারিক বিষয় নিয়ে বাকবিতন্ড হয়। বাকবিতন্ডার  একপর্যায় স্বামী জসিম উদ্দিন তার স্ত্রী তাজেনুরকে কয়েকটি চর থাপ্পড় মারেন।’

স্ত্রী তাজেনুর বেগম এতে ক্ষিপ্ত হয়ে উঠানে থাকা স-মিল থেকে কাটানো গাছের চেরা দিয়ে স্বামীর মাথায় কয়েকটি আঘাত করেন। এতে স্বামী জসিম উদ্দিন  গুরুতর আহত হন। খবর পেয়ে আহত জসিমকে উদ্ধার করে তালতলী হাসপাতালে  নিয়ে  চিকিৎসা করান তার শাশুরী রিনা বেগম।’

স্বামীকে পিটিয়ে আহত করায় মা রিনাসহ আশপাশের লোকজন তাজেনুরকে গালমন্ধ করায় তাজেনুর বেগম বুধবার সন্ধ্যায় তার নিজের পড়নের শাড়ি গলায় বেঁধে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করেন।

তাজেনুর বেগমের মা রিনা বেগম বরিশালটাইমসকে জানান- মেয়েকে তার স্বামী জসিম উদ্দিন চড় থাপ্পর মারায় অভিমান করে মেয়ে তাজেনুর বেগম আত্মহত্যা করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বরিশালটাইমসকে জানান- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।

থানায় অপমৃত্যু মামলা হয়েছে।”

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন