১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

নলছিটিতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৩৮ অপরাহ্ণ, ১০ মার্চ ২০১৮

‘জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে ঝালকাঠি জেলার নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চায়না মাঠে গিয়ে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশ্রাফুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোজাম্মেল হক, উপ-সহকারী প্রকৌশলী মো. আল মাসুম, নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও দৈনিক শিক্ষা বার্তার প্রতিনিধি বিন-ই-আমিন প্রমুখ।

র‌্যালি পরবর্তী দুর্যোগকালীন প্রস্তুতি ও করণীয় বিষয়ে মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

অনুষ্ঠানে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবী, সাংবাদিক ব্যবসায়ী এবং শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এসব অনুষ্ঠানের আয়োজন করে।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন