২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

হ্যাকিংয়ে ১৪ বছরের কারাদণ্ড, জরিমানা কোটি টাকা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৪৭ অপরাহ্ণ, ২৯ জানুয়ারি ২০১৮

হ্যাকিং ঠেকাতে ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তির বিধান রেখে হ্যাকারের ১৪ বছর কারাদণ্ডের পাশাপাশি এক কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

সোমবার (২৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের এ কথা বলেন।

আইনের ১৭ এর ক. ধারায় বলা হয়েছে যদি কোনও ব্যক্তি ইচ্ছা করে বা জ্ঞ্যাতসারে কোনও গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ করেন বা বেআইনি প্রবেশের মাধ্যমে কোনও ক্ষতিসাধন বা বিনষ্ট করেন বা করার চেষ্টা করেন তাহলে তিনি অপরাধী হিসেবে চিহ্নিত হবেন।

এই অপরাধীকে অনধিক ৭ বছরের কারাদণ্ড ও ২৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে অথবা উভয়দণ্ডে দণ্ডিত হইবে।

আইনের ১৭ এর খ. ধারায় বলা হয়েছে, আর বেআইনি প্রবেশ করে যদি ক্ষতিসাধন করে তাহলে তার শাস্তি হবে অনধিক ১৪ বছর কারাদণ্ড অনধিক এক কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত হবে।

আইনের ১৮ এর ক ধারায় বলা হয়েছে, কম্পিউটার, ডিজিটাল সিস্টেম বা এমন কোন ডিভাইজে বেআইনি প্রবেশে দণ্ডের কথা বলা হয়েছে।

এমন অপরাধে জড়িত ব্যক্তিকে অনধিক এক বছরের কারাদণ্ড অথবা অনধিক তিন লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত করা যাবে।

আইনের ১৯ ধারায় বলা হয়েছে, কম্পিউটার বা কম্পিউটার্স সিস্টেম থেকে কোনো তথ্য উপাত্ত বা উপাত্ত ভাণ্ডার সংগ্রহ করেন বা হস্তান্তর যোগ্য জমাকৃত তথ্য উপাত্তসহ কম্পিউটার সিস্টেম থেকে তথ্য বা তথ্য অনুলিপি সংগ্রহ করেন তাহলে তার এ কাজ অপরাধ বলে গণ্য হবে।

এর জন্য অপরাধীর ৭ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন