২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

স্ত্রী ও সন্তানকে গলাকেটে হত্যায় যাবজ্জীবন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:১৫ অপরাহ্ণ, ২৪ মে ২০১৮

স্ত্রী ও সাত বছরের মেয়েকে গলাকেটে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝালকাঠিতে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড একই সাথে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস দন্ড দিয়েছে ঝালকাঠির একটি আদালত।দন্ডিত কমল কৃষ্ণ শীল সদর উপজেলার রামপুর গ্রামের প্রয়াত অতুল চন্দ্র শীলের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসকেএম তোফায়েল হাসান আসামীর উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

মামলার বরাদ দিয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী (অতিরিক্ত কৌশুলি) এম আলম খান কামাল বলেন, সদর উপজেলার শতদশকাঠী গ্রামে ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে কমল তার স্ত্রী রিতা রানী শীল ও শিশু কন্যা বৃষ্টি রানী শীলকে গলা কেটে হত্যা করে।

হত্যার পর ভোর রাতে কমল নিজেই ঝালকাঠি থানায় এসে খুনের দায় স্বীকার করে আত্মসমার্পণ করেন। এ ঘটনায় নিহত রিতার মা প্রিয় রানী শীল ঝালকাঠি থানায় হত্যা মামলা দায়ের করেন।

চার দফা তদন্তের পর সদর থানার এএসআই মো: শাহ আলম হাওলাদার ২০১১ সালের ৩১ জানুয়ারি কমলকেস অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন