১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
বানারীপাড়ায় তহশিলদার ও সার্ভেয়ারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ‘বাসর’ শেষে পালালেন বর, খুঁজতে গিয়ে হাতুড়িপেটায় হাসপাতালে নববধূ বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ফুলেল শুভেচ্ছায সিক্ত মেনন বিদেশি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি ভিসি বরিশালে হাসপাতালের প্রিজনসেলে আসামি খুনের ঘটনায় হত্যা মামলা প্রথম ধাপের উপজেলা ভোটে বৈধ প্রার্থী ১৭৮৬ জন মঠবাড়িয়ায় প্রাণিসম্পদের সেবা সপ্তাহ ও প্রদর্শনী -২০২৪ অনুষ্ঠিত উজিরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্ভোধন করেন রাশেদ খান মেনন এমপি কেন্দ্রের নির্দেশনা অমান্য করে পছন্দের প্রাথীর পক্ষে প্রচারে নেমেছেন স্থানীয় এমপি আসম ফিরোজ

পিরোজপুরে খুনির ফাঁসি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৪৪ অপরাহ্ণ, ২৮ মার্চ ২০১৬

পিরোজপুর জেলার পাড়েরহাটের বাদুড়ায় স্ত্রী ও চাচিকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী গৌতম রায়কে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার সকাল সাড়ে ১১টায় আসামির উপস্থিতিতে এ হত্যা মামলার রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া।

দণ্ডপ্রাপ্ত গৌতম পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ বাদুরা গ্রামের হিমাংশু রায়ের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২ ফেব্রুয়ারি বাদুরা বাজার থেকে মাছ কিনে বাড়িতে আসে গৌতম। পরে তার স্ত্রী সীমাকে (৩০) তা কাটতে বলে। এ সময় হাতের কাজ শেষ করে মাছ কাটবে বলে জানায় সীমা। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর এক পর্যায়ে গৌতম দা দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যা করে। এ ঘটনা দেখে গৌতমের চাচার স্ত্রী শেফালী ও চাচাতো ভাইয়ের স্ত্রী শিউলী পাশের ঘরে বসে চিৎকার করলে গৌতম দৌড়ে গিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় প্রতিবেশীরা শেফালী ও শিউলীকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক শেফালীকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পিরোজপুর থানার তদন্ত কর্মকর্তা পরের বছরের ১ মে আদালতে গৌতমের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। গ্রেপ্তার হওয়ার পর গৌতম ১৬৪ ধারায় জবানবন্দিতে অপরাধ স্বীকার করে। এরই পরিপেক্ষিতে আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট খান মো. আলাউদ্দিন।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন