১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

যেন কয়েকটা গভীর নলকূপ দিয়ে লাভা উত্তোলন হচ্ছে!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৩৯ অপরাহ্ণ, ২৭ মে ২০১৮

চলতি মাসের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের কিলাওয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে হাওয়াই দ্বীপ বেশ আলোচনায় রয়েছে। গত একশ বছরের মধ্যে এমন ভয়াবহ লাভা উদ‌গীরণ ওই আগ্নেয়গিরি থেকে হয়নি বলে জানা গেছে।

ইতোমধ্যেই হাওয়াই কাউন্টির বিগ আইল্যান্ডের লেয়লানি এস্টেটের ৮২টি বাড়িঘর লাভায় ভষ্মীভূত হয়ে গেছে। চলতি মাসের ৩ তারিখ থেকে এখন পর্যন্ত প্রায় দুই হাজার দুইশ একরের বেশি জমি নষ্ট হয়ে গেছে লাভার স্রোতে।

বেশ কয়েকদিন ধরেই মার্কিন সংবাদমাধ্যম এবিসি টেলিভিশন কিলাউয়া থেকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে লাইভ করে আসছে। লাখ লাখ মানুষ সেই লাইভ দেখছেন।

কয়েক ঘণ্টা আগে স্থানীয় একজন বাসিন্দা ইকাইকা মার্জো একটি ভিডিও পোস্ট করেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে।

সংবাদমাধ্যমকে ইকাইকা মার্জো জানান যে, ভূবিজ্ঞানীরা বলেছেন কিলাওয়া আগ্নেয়গিরি থেকে এখনো আরো ‘অনেক কিছুই বের হওয়ার বাকি’ রয়েছে।

তিনি যে ভিডিও শেয়ার করেছেন তাতে দেখা যায়, আগ্নেয়গিরি থেকে লাভা এমনভাবে উদগীরণ হচ্ছে, যেন কয়েকটা গভীর নলকূপ থেকে একসঙ্গে তা উত্তোলন করা হচ্ছে।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন