বার্তা পরিবেশক, অনলাইন :: ইতালিতে জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি ফরিদ খান নামে (৬০) এক বাংলাদেশি মারা গেছেন।

শনিবার রাত ১০টার দিকে ত্রিয়েসতে নামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, এক সপ্তাহ আগে তিনি জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর আর পরিবারের সঙ্গে যোগাযোগ নেই। তবে তার এ মৃত্যুর কারণ জানা যায়নি। তিনি পরিবার নিয়ে ইতালির উত্তরপূর্ব মনফালকান নামক এলাকায় বসবাস করতেন।

এর আগে শুক্রবার নোয়াখালীর জেলার আরেক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। একদিনের ব্যবধানে না ফেরার দেশে আরেক বাংলাদেশি।