বার্তা পরিবেশক, ঝালকাঠি :: ঝালকাঠিতে ২০৬ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবাসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে শহরের কাঁসারিপট্টি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কাসারী পট্টির জালাল হাওলাদারের পুত্র সাইফুল ইসলাম ও নথুল্লাবাদ হাওলাদার বাড়ির আকবর আহমেদের পুত্র আলাউদ্দীন আহমেদ। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

ঝালকাঠি ডিবি পুলিশ পরিদর্শক এনামুল হোসেন জানান, মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে তিনি, ডিবি পরিদর্শক মাইনুদ্দিন, এসআই টিপু সুলতান, এএসআই জালাল ও এএসআই শিমুলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, আটককৃতদের মধ্যে সাইফুল ইসলামের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তার বড় ভাই নজরুল কিছু দিন পূর্বে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। তার মাদকদ্রব্যই সাইফুল বিক্রি করে বলে তাদের নিকট স্বীকারক্তি দিয়েছে।