নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: অবশেষে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিৎসকদের সুরক্ষা উপকরণস্বরুপ (পিপিই) ১ হাজার বরাদ্দ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রেরিত এই সুরক্ষা উপকরণ শুক্রবার বরিশালে এসে পৌছেছে। সন্ধ্যার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ বাকির হোসেন।

উল্লেখ্য- করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার সুবিধার্থে এক পক্ষকাল যাবত সুরক্ষা উপকরণ চেয়ে আসছিলেন শেবাচিমের চিকিৎসকেরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে- শুক্রবার চিকিৎসকদের সুরক্ষা উপকরণ আসার পাশাপাশি যাতায়াতের সুবিধার্থে বাস সার্ভিসও চালু করা হয়েছে। দুটি বাস নির্ধারিত সময়ে প্রতিদিন হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের আনা নেওয়া করবে।

এই সংকটময় মূহূর্তে ডাক্তারদের ব্যক্তিগত সুরক্ষা উপকরণ ও বাস সার্ভিস চিকিৎসা সেবায় ইতিবাচক সাড়া জাগাবো, অভিমত সংশ্লিষ্টদের।

অন্তোস প্রকাশ করে হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ বাকির হোসেন বরিশালটাইমসকে জানান, এতদিন করোনা রোগীদের চিকিৎসা দিতে চিকিৎসকদের ভীতি থাকলেও সুরক্ষা উপকরণ পাওয়ার পরে তা কেটে গেছে। পাশাপাশি বাস সার্ভিস চালু হওয়ায় শেবাচিমে চিকিৎসা সেবায় নতুন গতি পাবে বলে মন্তব্য করেন তিনি।’