বার্তা পরিবেশক, অনলাইন :: সুপার সাইক্লোন আম্ফানের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে পটুয়াখালী জেলার ৮ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার সকল উপজেলাতেই বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহম্মদ হাসানুজ্জামান জানান, বুধবার রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জলোচ্ছ্বাসে উপকূলের অনেক এলাকার বাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হয়। এ সময় বিপদসীমার ১৭৬ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে।

তিনি আরও বলেন, জেলায় মোট আট কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের ভাজনা এবং দশমিনা উপজেলার রংগোপালদী ইউনিয়নের বুরিরকান্দা এলাকার বাঁধ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত বাঁধের তথ্য উপাত্ত সংগ্রহ করে দ্রুত বাঁধগুলো মেরামতের কাজ শুরু করা হয়েছে।