বার্তা পরিবেশক, অনলাইন :: রাজধানী ঢাকার ছয়টি এলাকায় সংক্রমণের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। এগুলো হচ্ছে মহাখালী ৪০৮, মিরপুর ৩৬৯, যাত্রাবাড়ী ৩৫৪, মোহাম্মদপুর ৩৩৯, মুগদা ৩৩০, উত্তরা ৩১৫।
উল্লেখ্য, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৭ জনের, আক্রান্ত হয়েছে ২,৯১১ জনের। এটিই এক দিনে এযাবতকালের সর্বোচ্চ সংক্রমণের ঘটনা। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।
আজ ৩৭ জনের মৃত্যুর ফলে বাংলাদেশ মোট মৃত্যু দাঁড়াল ৭০৯ জনে। আর আক্রান্তের সংখ্যা হলো ৫২ হাজার ৪৪৫ জনে।

সোমবার মারা গিয়েছিল ২২ জন, আক্রান্ত হয়েছিল ২,৩৮১ জন।
আজ বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে বলা হয়েছে, কেবল কথা বলা থেকেই ভাইরাসের সংক্রমণ হতে পারে।
এক্ষেত্রে সাধারণ কাপড়ের মাস্কই যথেষ্ট বলছে স্বাস্থ্য অধিদপ্তর। সার্জিকাল মাস্ক পরবেন যারা স্বাস্থ্যসেবায় নিয়োজিত তারা