১লা বৈশাখ মানে

রমনার বটমূলে যাওয়া

আলতা পায়ের রমনীর হাতে

হাজার টাকায় পান্তা-ইলিশ খাওয়া।।

১লা বৈশাখ মানে আজ

হাজার ক্ষুধার্তের হাসি মলিন

এই কি সেই বাংলা আমার

মানুষের সাথে মশকরার শামিল।।