বার্তা পরিবেশক কাঁঠালিয়া (ঝালকাঠি) :: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা সদরে এই প্রথম একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির নাম মো.হুমায়ুন কবির। সে সোনালী ব্যাংক কাঁঠালিয়া শাখায় আনসার সদস্য। এদিন অগ্রনী ব্যাংক আমুয়া শাখার এক কর্মচারীও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় মোট ৩৬ জন আক্রান্ত হয়েছেন। রোববার (৫ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

সোনালী ব্যাংক কাঠালিয়া শাখা ব্যবস্থাপক মো. মাসুদ পারভেজ জানান, ব্যাংকের আনসার সদস্য মো. হুমায়ুন কবিরের করোনা পজেটিভ আসছে। সে শনিবার নমুনা দিয়েছিলেন রোববার রাতেই তার রেজাল্ট আসে। তবে তিনি সুস্থ্য আছেন। বাসায় তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ব্যাংকের অন্য কোন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়নি। আমিসহ ব্যাংকের অনেকেই নমুনা দিয়েছি। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে ব্যাংকের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রসঙ্গত, করোনায় উপজেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩৬ জন। সুস্থ্য হয়েছেন ১৯ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন একজন।