বার্তা পরিবেশক অনলাইন:: ২০২০-২১ অর্থবছরের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা থেকে সরকারিখাতে বেশি ও বেসরকারিখাতে কম ঋণের প্রবৃদ্ধি নির্ধারণ করে এ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল সোয়া তিনটার দিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে এ মুদ্রানীতি প্রকাশ করা হয়েছে।

নতুন মুদ্রানীতিতে অভ্যন্তরীণ ঋণ প্রবৃদ্ধির মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৯ দশমিক ৩ শতাংশ। এর মধ্যে সরকারিখাতে ঋণ প্রবৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে ৪৪ দশমিক ৪ শতাংশ। অপরদিকে বেসরকারিখাতে ঋণপ্রবৃদ্ধি হার ধার্য করা হয়েছে ১৪ দশমিক ৮ শতাংশ।

তবে মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির বলেছেন, বেসরকারিখাতে ঋণপ্রবৃদ্ধি সরকারিখাতের তুলনায় কম দেখালেও টাকার অংকে বেসরকারিখাতের জন্য প্রক্ষেপিত মোট ঋণের পরিমাণ অনেক বেশি।