বার্তা পরিবেশক, কলাপাড়া:: পটুয়াখালীর কলাপাড়ায় কীটনাশক খেয়ে নিবীর চন্দ্র শীল (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার মহিপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে। শনিবার দুপুরের দিকে সবার অগোচরে সে বাড়িতে থাকা চালোর পোকা দমনের কীটনাশক ট্যাবলেট সেবন করে। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে কলাপাড়ায় হাসপাতালে নিয়ে আসে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা কেউ নিশ্চিত করতে পারেনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত ওই শিক্ষার্থী পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামের নির্মল চন্দ্র শীলের ছেলে। এ বছর তার মা মারা যাওয়ার পর বাবা নতুন বিয়ে করেন। উপজেলার মহিপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের তার মামা পিন্টুর বাড়িতে থেকে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজে পড়াশোনা করত।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বরিশালটাইমসকে বলেন, আভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।