নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: কাক ও নানা পাখির উপদ্রব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির পেছনের খোলা জায়গা। মনে হয়েছিল কোনো জন্তু মরে পচে গেছে। কাছে গিয়ে দেখা গেলো কোনো মৃত জন্তু বা অন্যকিছু নয়৷ একদিন বয়সী ক্ষতবিক্ষত নবজাতকের গলিত লাশ। সেটাকেই ঠুকরে খাচ্ছিল কাক।

বুধবার দুপুরে কাকের ঠুকরে ক্ষতবিক্ষত লাশ দেখে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে খবর দেয়া হলে তারা এসে লাশটি উদ্ধার করে। বেশ কয়েকদিন ধরেই বাচ্চাটিকে এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এক জায়গায় অনেকগুলো কাকের একসঙ্গে ঠুকরানো দেখে আমরা একটু কাছে যাই। পরে নবজাতকের ক্ষতবিক্ষত লাশ দেখে আমরা থ হয়ে যাই। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে খবর দিই।

ঘটনার বিষয়ে প্রক্টরিয়াল মোবাইল টিমের সাইফুল ইসলাম জানান, দুপুরে কাক ফেলে রাখা ওই নবজাতককে ঠুকরাচ্ছিল। বিষয়টি জানতে পেরে আমরা থানা এবং প্রক্টর স্যারকে জানাই। পুলিশ এসে তা উদ্ধার করেছে। মনে হচ্ছে আরো কয়েক দিন আগে নবজাতকটিকে এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে।