নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: টাঙ্গাইলে যমুনা নদীতে জেলেদের মাছ ধরার জালে প্রায় ৪ ফুট লম্বা একটি কুমির ধরা পড়েছে। কুমিরটি দেখতে আশপাশের এলাকার মানুষ ভিড় করছে।
শুক্রবার সদর উপজেলার হুগড়া ইউপির নরসিংহপুরে এ ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে যমুনা নদীতে মাছ ধরার সময় জেলেদের বের জালে ধরা পড়ে কুমিরটি। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

ইউএনও মো. সাইদুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে কুমির ধরা পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরে অনুমতি নিয়ে কুমিরটি আবারো যমুনা নদীতে অবমুক্ত করা হয়েছে।