বাংলাদেশ নৌ-যান পরিবহন শ্রমিক ফেডারেশন ডাকে চলমান অনিদিষ্টকালের ধর্মঘটের মধ্যেও বরিশাল থেকে যাত্রী নিয়ে ছেড়ে গেছে লঞ্চ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এমভি টিপু-৭ নামক লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে বরিশাল টারমিনাল থেকে রওনা হয়। এসময় আন্দোলনরত শ্রমিকরা লঞ্চটি ছেড়ে যেতে বাধা দেয়ার চেষ্টা করলে পুলিশ তাদের হঠিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক সাংসদ গোলাম কিবরিয়া টিপুর মালিকানাধীন এমভি টিপু-৭ লঞ্চটি যাত্রী পরিবহনের লক্ষে সন্ধ্যায় টারমিনালে অবস্থান নেয়। এসময় নৌ-যান পরিবহন শ্রমিক ফেডারেশন বরিশালের নেতারা বাধা দেয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ এসে শ্রমিক নেতাদের হঠিয়ে দিয়ে লঞ্চ ছেড়ে যেতে সহযোগিতা করে। তবে যাত্রী সংখ্যা তূলনামূলক অনেক কম হয়েছে বলে জানিয়ে সংশ্লিষ্টরা।’

 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল অফিসের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আবুর বাশার মজুমদার।

 

 

বরিশাল নৌ-যান পরিবহন শ্রমিক ফেডারেশন সিনিয়র যুগ্ম সম্পাদক একিন আলী মাস্টার জানান, যে লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে সেটির মাস্টার রাজ্জাক মল্লিক। সংগঠনের নির্দেশ অমান্য করে লঞ্চ চালানোর বিষয়টি কেন্দ্রীয় নেতাদের অবহিত করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে সাংগঠনিক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’