নিজস্ব প্রতিবেদক, রাজাপুর:: ঝালকাঠির রাজাপুর উপজেলার বিশ্বাস বাড়ি এলাকায় আলমগীর হোসেন (৩০) নামের এক সিএনজি চালককে কেক খাইয়ে অজ্ঞান করে সিএনজি ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। চালক আলমগীর হোসেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর এলাকার সৈয়দ আলী হাওলাদারের ছেলে। সিএনজি চালক আলমগীর হোসেন জানান, তাকে বরিশাল রুপাতলী থেকে ভান্ডারিয়া যাওয়া ও ফিরে আসা বাবদ ১২ শত টাকা চুক্তি করে নিয়ে আসে তিন যুবক। এসময় রাজাপুরের মেডিকেল মোড় আসলে সামনে একটু কাজ আছে বলে নৈকাঠির দিক নিয়ে যায়। কিছুদূর গেলে তাদের ক্ষুধা লাগছে বলে দোকান থেকে কেক কিনে তারাও খাচ্ছে এবং আমাকেও খেতে বলল কিছুক্ষণ পরে আমি অজ্ঞান হয়ে পরে যাই।

স্থানীয়রা জানান, আলমগীর হোসেনকে রাত দশ টার দিকে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখে উদ্ধার করা হয় এবং জ্ঞান ফেরার পর স্থানীয় এক রিকশা চালকের মাধ্যমে রাজাপুর থানায় নিয়ে যাওয়া হয়। থানা পুলিশ তার অবস্থা দেখে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে থানা পুলিশ জানায়, এ চক্রটিকে আটক করা ও সিএনজিটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।