নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালে কোস্টগার্ডের অভিযানে ১০৫ মণ জাটকাসহ একটি ইঞ্জিনচালিক ট্রলার আটক হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার চরহোগলা এলাকায় এ অভিযান চালিয়ে ট্রলারভর্তি জাটকা আটক করে।
তবে এসময় জাটকা পাচারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে উদ্ধার জাটকাগুলো বিভিন্ন এতিমখানা এবং অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলারভর্তি জাটকা আটক করা হয়। পরে সেগুলো বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ও মৎস্য কর্মকর্তা সঞ্জীবের উপস্থিতিতে বিতরণ করা হয়েছে। এছাড়া ট্রলারটি মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার এম মেহেদী হাসান এই তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করেন।’