নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের রসুলপুর গ্রামের কবর থেকে লাশ চুরি করতে গিয়ে দিলিপ দাশ (৫২) নামের এক কবিরাজ স্থানীয়দের হাতে আটক হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) একটি কবরস্থান থেকে তাকে আটক করা হয়।
আটক দিলিপ দাশ ওই গ্রামের মৃত যতনের ছেলে। তিনি কবিরাজি করে জীবিকা নির্বাহ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- স্থানীয় নাতিনের কবরে বাঁশের বেড়া খোলা দেখে এগিয়ে যান লুৎফর রহমান। এসময় দিলিপ কবর থেকে উঠে আসলে ভয় পেয়ে তিনি চিৎকার দিয়ে দৌড় দেন। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে দিলিপকে হাতেনাতে আটক করে।

লুৎফর রহমান বলেন, ‘মাস খানেক আগে সম্ভাবা নাতনি রান্না করতে গিয়ে শাড়িতে আগুন লেগে গুরুতর আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় দুই সপ্তাহ আগে তার মৃত্যু হয়। আগুনে পোড়া ব্যক্তির লাশ বলেই হয়ত কবিরাজ দিলিপ তার কঙ্কাল চুরি করতে চেয়েছিল। তবে স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলার কারণে সে ধরা পড়ে।’
বিষয়টির সত্যতা স্বীকার করে গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) নিত্য পদ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ‘মৃত ব্যক্তির দেহের অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একটি মামলা করা হয়েছে। সেই মামলায় দিলিপকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।’