নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালে মাদক মামলায় গ্রেফতার শিক্ষানবিশ আইনজীবী রেজাউল ইসলাম রেজার পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৩ মার্চ) এই আদেশ দেন হাইকোর্ট।

উল্লেখ্য, রেজা বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের হামিদ খান সড়কের বাসিন্দা ও ব্যবসায়ী ইউনুছ মুন্সীর ছেলে।

মামলা থেকে জানা যায়, গত বছরের ২৯ ডিসেম্বর রাতে ডিবি কার্যালয়ে তাকে পেটানো হয়। এতে তিনি অসুস্থ হয়ে পরলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

তবে এই যুব বয়সি আইনজীবী মৃত্যুর পুর্বে চিকিৎসকদের জানিয়ে গেছেন তিনি নিয়মিত শরীরের  বিভিন্ন স্থানে নেশাজাতীয়ে ইনজেকশন পুশ করেন। এ থেকে শরীরে ক্ষত সৃষ্টি হয় এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছিল। এতেই তার মৃত্যু হয়েছে বরিশালটাইমসকে জানিয়েছিলেন শেবাচিমের চিকিৎসক।

 

আরও পড়ুন…

পুলিশের নির্যাতনে নয়, নেশার কারণে মৃত্যু হয়েছে রেজার!