পিরোজপুর:: করোনাভাইরাস প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক প্রচারণা

পিরোজপুর প্রতিনিধি:: “মাস্ক পরার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ” এই স্লোগান সামনে রেখে পিরোজপুরে গত দুইদিন ধরে জনসাধারণের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেছে জেলা পুলিশ। আজ মঙ্গলবার সকালে পিরোজপুর শহরের সি-অফিস মোড়ে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নেতৃত্বে মাস্ক না পরে শহরে চলাচলকারী সব শ্রেণির মানুষের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করে জেলা পুলিশ।

এসময় বয়স্ক বৃদ্ধাদের কোভিড-১৯’র টিকা সহজে পেতে অনলাইনলে রেজিস্ট্রেশন বুথ স্থাপন করা হয়।

পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, সম্প্রতি কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা মানুষের মাঝে এগিয়ে আসছি। মানুষকে মাস্ক পরাসহ বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি।

আমরা আইন প্রয়োগ না করে মানুষ যেন মাস্ক পরে সে ব্যাপারে সচেতন গড়ে তোলা। আমরা চাই যে, করোনার মহামারি থেকে জেলার মানুষগুলো যেন সুরিক্ষত থাকুক।’