বরিশাল নগরী থেকে ট্রাকভর্তি তিন লাখ বাগদা চিংড়ি রেণুসহ ১০জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার ভোর রাতে নগরীর কাশিপুর এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়।

বরিশাল র‌্যাবের এডি হাছান আলী বরিশালটাইমসকে জানিয়েছেন- ভোর রাতে ট্রাকভর্তি চিংড়ি রেণু পাচার হচ্ছে এমন সংবাদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রেণুগুলো পটুয়াখালি থেকে মাদারীপুরের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিলো।

পরবর্তীতে আটকদের বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে তুলে তাদের প্রত্যককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মাদারীপুরের আমির হোসেন (৩৫), বাগেরহাটের শেখ মিন্টু (৩০), ভোলার মোক্তার হোসেন (১৯), শীফ (৪৫), আবু সাইদ (৩০), রিয়াজ (২৬), মনির (২০), তৈয়েব হোসেন সরদার (৩০), ফারুক (৩০) ও ইউনুছ(২৪)।

একই সাথে আটক রেণুগুলো বরিশাল বিভাগীয় কমিশনারের দিঘিতে অবমুক্ত করা হয়।”