মেঘনায় ভাসমান যুবকের মরদেহের পরিচয় শনাক্ত

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি >> ভোলার চরফ্যাসনের বেতুয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকার মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয়ের দুই যুবকের ভাষমান মরদেহের একজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার ওই যুবকের সাথে থাকা ভোটার আইডিকার্ডের মধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। তবে মৃত্যু আসল কারণ এখনও নিশ্চিত করা যায়নি বলে চর‌্যফ্যাসন থানার ওসি জানিয়েছেন।

নিহত যুবক সুজন (৩৫) ভোলা চরপাতা ইউনিয়নের বাগারহাট গ্রামের আবু কালামের ছেলে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় চরফ্যাসন থানা পুলিশ বেতুয়ার লঞ্চঘাট এলাকার প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীতীর থেকে ভাসমান দুই যুবকের মরদেহ উদ্ধার হলেও প্রথমে তাদের দুজনের পরিচয় সনাক্ত করা যায়নি। শনিবার ভোলা মর্গে ময়না তদন্ত কালে একজনের মরদেহের সাথে থাকা ভোটার আইডিকার্ডের সূত্র ধরে একজনের পরিচয় শনাক্ত করা হয়। ওই যুবক ভোলা চরপাতা ইউনিয়নের বাগারহাট গ্রামের আবু কালামের ছেলে সুজন বলে নিশ্চিত হয়েছে।

চরফ্যাসন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, মেঘনার তীর থেকে ভাসমান মরদেহের সাথে থাকা ভোটার আইডি কার্ডের সূত্র ধরে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাকে মৃত্যুর কারণ এখন ও জানা যায়নি। তার পরিবার থানায় আসলে মৃত্যুর কারণ জানা যাবে।