নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের বাসা মালিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেছে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ।  বৃহস্পতিবার বিকেলে ওয়ার্ডের আল আকসা মসজিদ প্রাঙ্গনে এই সভায় প্রধান অতিথি ছিলেন- উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা।

কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলামের সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম, সহকারি কমিশনার শারমিন সুলতানা রাখী, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার প্রমুখ।

পুলিশের এই জনসচেতনতামূলক সভায় ওয়ার্ডে বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে ভবন মালিকদের েআরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়াসহ বেশকিছু দিকনির্দেশনা বাতলে দেন শীর্ষ কর্মকর্তারা।’