নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> পিরোজপুরের নাজিরপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে (২৪) দফায় দফায় মারপিটের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী গৃহবধূকে বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের চরমাটিভাঙ্গা গ্রামে।

ভুক্তভোগী গৃহবধূ জানান, তার স্বামী বিদেশে থাকার সুযোগে একই এলাকার ওসমান শেখের ছেলে সজীব শেখ (২২) প্রায়ই তাদের বাড়িতে আসতো। এ সময় প্রায়ই ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। এতে তিনি রাজি না হওয়ায় মঙ্গলবার দুপুরে পাশের বাড়িতে দুধ আনতে গেলে সজীব তাকে মারধর করে।

এ ঘটনায় তিনি ওই দিন বিকালে থানায় একটি অভিযোগ দেন। এতে তদন্তে পুলিশ গেলে ওই যুবক ক্ষিপ্ত হয়ে বুধবার ভোরে তাদের বসতঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা ও মারপিট করে।

এ ব্যাপারে অভিযুক্ত সজীবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি পলাতক থাকায় তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুজ্জামান বরিশালটাইমসকে জানান, শুনেছি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে ওই নারীকে মারধর করা হয়েছে।’