নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> লিওনেল মেসির প্যারিসে নিজের বাড়ি না থাকায় সেখানে খেলতে এসে উঠেছেন লে রয়্যাল মোনকিউ হোটেলে। কিন্তু মেসির সেই হোটেলের কক্ষেই ঘটেছে ডাকাতির ঘটনা। ডাকাতদল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে হাজার হাজার নগদ পাউন্ড ও গয়না নিয়ে পালিয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ব্রিটিশ গণমাধ্যম দ্য সান এই খবর জানিয়েছে।

তাদের খবরে বলা হয়, প্রথমে ছাদের ওপরে উঠে ডাকাতের দল। পরে সেখান থেকে প্রবেশ করে হোটেলের ভেতরে। এরপর তালা না লাগানো বারান্দার দরজা দিয়ে রুমে প্রবেশ করে তারা। এভাবে আরও ৪টি কক্ষে চলে ডাকাতি। এক নারী গেস্ট তার কক্ষে ঢুকে দেখতে পায় তার কানের দুল, নেকলেস ও নগদ অর্থ গায়েব হয়ে গেছে।

দ্য সানকে ওই নারী বলেন, ‘নিরাপদ একটা জায়গায় টাকা দিয়ে থাকার পর কেউ একজন আপনার রুমে প্রবেশ করল, এটা খুব হতাশার। পুলিশ আমাদের বলেছে, সিসিটিভি ক্যামেরায় একটি ব্যাগ নিয়ে দুজন লোককে ছাদে দেখেছে। কিন্তু তাদের শনাক্ত করতে পারেনি তারা। তারা আরও বলেছে, আরও তিনটি চুরির ঘটনা ঘটেছে। একজন মরক্কান নাগরিক, পাশের রুমে থাকে। সে বলল তার ঘড়ি খুঁজে পাচ্ছে না।’

পুলিশ হস্তক্ষেপ করার আগ পর্যন্ত হোটেল ওই নারীর কথা বিশ্বাস করেনি। একজন মুখপাত্র বলেছেন, ‘খুব শক্ত নিরাপত্তা ছিল এবং এটা তদন্ত করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেছে চোরেরা খুব অভিজ্ঞ।’