খাদ্যাভ্যাস >> ব্ল্যাক মাড ক্রাব কাঁকড়া খুব কমই উদ্ভিদ উপাদান ও মাছ খায়।

প্রজনন >> কাঁকড়াগুলো প্রজননের জন্য উপকূলে চলে যায়। এসব কাঁকড়া সাধারণত পরিণত হয়, যখন তারা প্রায় ৯ সেমি. ক্যারাপেস প্রস্থে পৌঁছায়। বেশির ভাগ ক্ষেত্রে এরা জীবনের প্রথম বছরের মধ্যে পরিপক্ক হয়ে ওঠে। ব্ল্যাক মাড প্রজাতির কাঁকড়া এই অঞ্চলে তেমন একটি দেখা যায় না।