বরিশালে কোস্টগার্ডের অভিযানে ২৭মণ জাটকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালে অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার থেকে ২৭ মণ জাটকা ইলিশ মাছ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন বিসিজি স্টেশন বরিশালের সদস্যরা। আজ বুধবার (১৫ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীতে এই অভিযান পরিচালিত হয়েছে। এসময় ট্রলার থেকে ২৭মণ  অবৈধ জাটকা উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান জানান, বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীতে  অভিযান পরিচালনা করি। এ সময় একটি ইঞ্জিনচালিত স্টিল বডি ট্রলার থামিয়ে তল্লাশি করে ২৭মণ  জাটকা ইলিশ উদ্ধার করা হয়। তবে পাচারের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

পরবর্তীতে মাছগুলো বরিশাল ডিসিঘাটে নিয়ে আসা হয়। উদ্ধার জাটকা ইলিশ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা, ভাটারখাল বস্তি ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেয়া উপহার আশ্রয়ণ প্রকল্প -২ এর অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।