বরিশাল সদর উপজেলার লাহারহাট এলাকা থেকে ট্রলারযোগে পাচারের সময় ১০ লাখ গলদা চিংড়ির রেণু আটক করেছে কোস্টগার্ড।  শুক্রবার (১৯ মে) সকালে লাহারহাট এলাকা সংলগ্ন রাঙামাটি নদীতে অভিযান চালিয়ে চিংড়ির রেণুগুলো উদ্ধার করা হয়।

কোস্টগার্ড বরিশাল স্টেশনের সিনিয়র চিফ পেটি অফিসার মো. মকবুল হোসেন বরিশালটাইমসকে জানান, চিংড়ি রেণু পাচারের গোপন সংবাদ পেয়ে তারা লাহারহাট সংলগ্ন রাঙামাটি নদীতে অভিযান চালায়। এসময় তাদের টহল বোট দেখতে পেয়ে একটি ট্রলার পালানোর চেষ্টা করে।

কোস্টগার্ডের টহল বোট এসময় ট্রলারটি ধরে ফেলে। তবে তার আগেই ট্রলারে থাকা সকলে নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। ট্রলার থেকে ১০ লাখ গলদা চিংড়ি রেণু উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা রেণু বরিশালে এনে কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয় বলে জানান চিফ পেটি অফিসার মো. মকবুল হোসেন।”