বরিশালে আসছেন ভারতের হাইকোর্টের প্রধান বিচারপতি সুব্রত তালুকদার। আগামী ২৩ মে বিকেল সাড়ে ৩টায় বরিশালে এসে পৌছাবেন।

শুক্রবার (১৯ মে) রাত ১১টার দিকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত সূত্র বরিশালটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি আরও জানিয়েছে- ভারতের বিচারপতির বরিশালে অবস্থানের পরে ২৪ মে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ও খানপুর এলাকা পরিদর্শন করবেন। একই দিনে মাদারীপুরেও যাওয়া কথা রয়েছে তার। পরে সেখান থেকে ফিরে ২৫ মে সকাল ৯টায় বরিশালের ঐতিহ্যবাহী দুর্গাসাগর, মুকুন্দ দাস কালী মন্দির, জীবনানন্দ দাসের ভিটেবাড়ি ও পিরোজপুরের স্বরূপকাঠী পরির্দশন করবেন।

২৬ মে সকাল ৭টায় বরিশাল লঞ্চঘাট গ্রীন লাইনযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন। বরিশালে সফরকালে সাথে তার পিতা-মাতাসহ পুত্র সন্তান থাকবেন।’’