তালতলীতে ‘নিরাপদ সড়ক চাই’ আহ্বায়ক কমিটি গঠন

তালতলী (বরগুনা) সংবাদদাতা >> নিরাপদ সড়ক চাই (নিসচা) বরগুনার তালতলী উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

২৬ জানুয়ারি (বুধবার) কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াস কাঞ্চন ও কেন্দ্রীয় মহাসচিব সৈয়দ সাদেক হোসেন বাবুল স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট এ কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান ও আবু হানিফ নয়নকে সদস্য সচিব করে আগামী দুই (০২) বছর মেয়াদী এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

তালতলী উপজেলা শাখার নতুন কমিটির নেতৃবৃন্দ হলেন, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও মোঃ নাসিরউদ্দীন, সদস্য শাহাদাৎ হোসেন, মোঃ আবুল হোসেন, মোঃ আব্দুস সালাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ সোহেল মিয়া, মোঃ আল আমিন, শেখ নাঈমুর রহমান দুর্জয়, মোঃ দেলোয়ার গাজী, মোঃ মামুন হাওলাদার, মোঃ মাহবুব হোসেন, মোঃ সালাহউদ্দীন, মোঃ আবু বক্কর, মোফাজ্জেল হোসেন, মোঃ ইব্রাহিম, মোঃ মেহেদী হাসান ও মোঃ শহীদ।