পিরোজপুর/ প্রতিমা ভাঙচুরের অভিযোগে ৪ কিশোর আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: পিরোজপুরের দুর্গাপুর ইউনিয়নে প্রতিমা ভাঙচুরের অভিযোগে চার কিশোরকে আটক করেছে পুলিশ। তারা ‘কিশোর গ্যাং’-এর সঙ্গে জড়িত এবং মাদকসেবী বলে জানিয়েছে স্থানীয়রা। আজ সোমবার ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। পরে আরো একজনকে আটক করে পুলিশ।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা মো. মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বরিশালটাইমসকে বলেন, ‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ‘

ঘটনাস্থল থেকে পিরোজপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক সুমন মিত্র বলেন, রোববার কে বা কারা মন্দিরে ইট-পাটকেল ছুড়ে হামলা চালায়। আজও এক দল কিশোর মন্দিরে হামলা করে। পরে স্থানীয় চেয়ারম্যান ও স্থানীয়দের সহায়তায় তাদেরকে আটক করে পুলিশে দেওয়া হয়।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান মৃধা বরিশালটাইমসকে বলেন, ‘আমি খবর পেয়েই ঘটনাস্থলে যাই। সেখান থেকেই অভিযুক্ত তিনজনকে আটক করা হয়। পরে পার্শ্ববর্তী গ্রাম থেকে আরো একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছি। চারজনই অপ্রাপ্তবয়স্ক কিশোর অপরাধী।’