বরগুনা/ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস: আহত ৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরগুনার আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলীর রসুলপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সড়কের পাশে খাদে পড়ে চালকসহ ৭ আরোহী আহত হয়েছেন।

আহতদের সূত্রে জানা গেছে- মাদারীপুর জেলার কালকিনি উপজেলার স্থানীয় প্রকৌশল বিভাগে (এলজিইডি) কর্মরত ৭ ব্যক্তি বৃহস্পতিবার বিকালে একটি মাইক্রোবাস যোগে পর্যটন কেন্দ্র কুয়াকাটা বেড়াতে আসেন। আজ শনিবার কুয়াকাটা থেকে কালকিনিতে ফেরার পথে দুপুর ৩টার দিকে আমতলী-কুয়াকাটা সড়কের রসুলপুর নামক স্থানে পৌঁছলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে সড়কের পাশে একটি পানি ভর্তি কুয়ায় পড়ে যায়। এতে চালক সাইফুল ইসলামসহ ৭ আরোহী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। আহতদের মধ্যে চালক সাইফুল ইসলামের অবস্থা গুরুতর বলে কর্তব্যরত চিকিৎসক জানান। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বরিশালটাইমসকে বলেন, সড়ক দুর্ঘটনায় ৭ জন আহত হওয়ার সংবাদ পেয়েছি। হাসপাতালে আমাদের অফিসারকে পাঠানো হয়েছে।’