তজুমদ্দিনে পল্লীসেবা সংস্থার শিক্ষাবৃত্তির চেক বিতরণ

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:: পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে ও পল্লীসেবা সংস্থার বাস্তবায়নে ভোলার তজুমদ্দিনে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) বিকালে উপজেলা পরিষদ হল রুমে তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

অনুষ্ঠানে চরফ্যাশন, লালমোহন, তজুমদ্দিন ও বোরহানউদ্দিন উপজেলার ১২জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ১২ হাজার টাকা করে মোট ১লক্ষ ৪৪ হাজার টাকার চেক বিতরণ করেন এমপি নুরুন্নবী চৌধূরী শাওন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল, চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়া, পল্লীসেবা সংস্থার নির্বাহি পরিচালক মোঃ ফারুক হোসেন, সহ-সভাপতি সফিউল্যাহ মিয়া, নির্বাহি সদস্য নাজিম উদ্দিন, প্রেগ্রাম কো-অডিনেটর পরিতোষ বড়ুয়া, অডিট অফিসার তরুন কুমার দাস প্রমুখ।