স্কাইডাইভিং করতে গিয়ে মাটিতে আছড়ে পড়ে টিকটকারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কানাডিয়ান টিকটকার তানিয়া পারদেজি। অ্যাডভেঞ্চার করতে ভালোবাসতেন। কিন্তু এটিই হলো তার মৃত্যুর কারণ। সম্প্রতি স্কাইডাইভিং করতে গিয়েছিলেন ২১ বছর বয়সী এই তরুণী।

প্রায় চার হাজার ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু সময়মতো প্যারাস্যুট না খুলতে পারায় মাটিতে আছড়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তানিয়ার এক বন্ধু স্থানীয় একটি সংবাদমাধ্যমে জানান, তার অ্যাডভেঞ্চারের শখ ছিল। এটি ছাড়া নাকি তার লাইফ খুব বোরিং মনে হতো!

জানা গেছে, কানাডার অন্টারিওতে এই দুর্ঘটনা ঘটেছে। টরন্টোর স্কাইডাইভ সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তানিয়া অনেক নিচে এসে প্যারাস্যুট খোলার চেষ্টা করেছিলেন। ফলে উপযুক্ত বাতাসের চাপের অভাব থাকায় তা খোলেনি।

তানিয়া পারদেজি টরন্টো বিশ্ববিদ্যালয়ে ফিজিওলজি নিয়ে পড়ালেখা করছিলেন। স্কাইডাইভ টরন্টো ইন ইনিসফিল, অন্টারিও থেকে স্কাইডাইভে শর্ট কোর্সও করেছিলেন তিনি। টিকটকে তার অনুসারীর সংখ্যা ছিল ১০ লাখের বেশি।