ঝালকাঠিতে পূজা পরিচালনার সময় পুরোহিতের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির রাজাপুর উপজেলায় সনাতন ধর্মামলম্বীদের চলমান শারদীয় দুর্গাপূজার কার্যক্রম পরিচালনার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক পুরোহিতের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ২টার দিকে রাজাপুর সদরের বাজারের পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।

ওই পুরোহিতের নাম শৈলান্দ্র নারায়ণ চক্রবর্তী (৭০)। তিনি রাজাপুর সদরের কেদারেশ্বর বাসিন্দা। তিনি এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন। উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোপাল কর্মকার জানান, পূজার কার্যক্রম পরিচালনার সময় হঠাৎ পুরোহিত অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, পুরোহিতের মৃত্যুতে তার পরিবারের প্রতি শোক প্রকাশ করে চলমান উৎসব শিথিল করা হয়েছে। আজ সন্ধ্যায় উপজেলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। উল্লেখ্য, গত ৩৫ বছর ধরে পুরোহিতের দায়িত্ব পালন করে আসছিলেন শৈলান্দ্র নারায়ণ চক্রবর্তী।