লালমোহনের পাঁচ নারী পেলেন জয়িতা সম্মাননা

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় পাঁচজন নারীকে জয়িতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

৫ ক্যাটাগরিতে জয়িতা সম্মাননা পাওয়া নারীরা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় জাকিয়া বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জন করায় ফাতেমা মমতাজ মুন্নী, সফল জননী হিসেবে হোসনেয়ারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করায় সুলতানা রাজিয়া ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় পারভীন আক্তার।

সম্মাননা স্বরূপ তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়। অন্যদিকে, দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়ার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রব মাস্টারসহ আরো অনেকে।