২ বছর ধরে যে বিদ্যালয়ে শিক্ষার্থী মাত্র একজন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দুই বছর ধরে এক স্কুলের শিক্ষার্থী মাত্র একজন। সেখানে পাঠদানের জন্যও রয়েছেন মাত্র একজন শিক্ষক। দুই বছর ধরে তিনি ওই শিক্ষার্থীকে সববিষয়ে পড়াচ্ছেন। এই ঘটনা ভারতের।

বার্তাসংস্থা এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের ওয়াশিম জেলার গণেশপুর গ্রামে একটি জিলা পরিষদ প্রাইমারি স্কুলে মাত্র একজন শিক্ষার্থী ও একজন শিক্ষক। কিশোর মংকর নামে ওই শিক্ষক ওই স্কুলের একমাত্র শিক্ষার্থীকে সব বিষয়ে পড়ান।

কিশোর জানান, গত দুই বছরে মাত্র একজন শিক্ষার্থী ভর্তি হয়েছে এবং এই স্কুলের আমিই একমাত্র শিক্ষক। কিশোর আরও জানান, মহারাষ্ট্রের ওয়াসিম জেলার গণেশপুর গ্রামে এই স্কুল হওয়ায় মাত্র একজন শিক্ষার্থী।

এই অঞ্চলে কেবল ১৫০ জন লোক বসবাস করেন এবং এই স্কুলে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। কেবল এই এলাকার এই বয়সের মাত্র একজন শিশু এই অঞ্চলে আছে এবং সে-ই কেবল স্কুলে যায়।

স্কুলটির শিক্ষক কিশোর বলেন, সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত আমি সকল নিয়ম মেনে চলি যার মধ্যে জাতীয় সঙ্গীত পরিবেষণও আছে।